পূর্বধলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
“তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার পূর্বধলায় পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, পূর্বধলা থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর হাসিম উদ্দিন খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আইন শক্তিশালীকরণের মাধ্যমে তামাক কোম্পানির ছোবল থেকে এই প্রজন্মকে সুরক্ষা প্রদান করা অত্যন্ত জরুরি।