মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় অগ্নিকান্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ও ৩ বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে।শনিবর (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার শ্যামগঞ্জ বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। বিদ্যুতের শর্ট সার্কিট এর মাধ্যমে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারনা এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে হঠাৎ সাইফুলের বন্ধ দোকানের ভিতর থেকে আগুনের ধোয়ার কুন্ডলি দেখতে পাওয়া যায়। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। আগুনে জুয়েল, সজল রায়, নজরুল ইসলাম মেম্বারের মনোহারি দোকান ও আরিফ, শামীম ও আলতাব হোসেনের বসতবাড়ি ভষ্মিভূত হয়। সর্ম্পন্ন ভস্মিভূত হলে উপস্থিত লোকজন আগুন নিভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে পূর্বধলা ও গৌরীপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থতি নিয়ন্ত্রেনে নিয়ে আসে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার আশ্বাস দেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত