পূর্বধলায় ভারতীয় কম্বলসহ পিক আপ জব্দ ; চালক আটক
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় ২শ’ ৯৬পিস ভারতীয় কম্বলসহ একটি পিক-আপ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্রি নদীর পাড় এলাকা থেকে ওই পিক-আপটি আটক করা হয়। এ সময় পিক-আপ চালক মাহমুদ আলী (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
জানা যায়, সকাল ৭টার দিকে উপজেলার হোগলা ইউনিয়নের মহেষপট্রি নদীর পাড় এলাকা থেকে পিক আপ সহ ওই চালককে আটক করা হয়। আটককৃত পিক-আপ চালক শেরপুরের কুটুরাকান্দা এলাকার আহাম্মদ আলীর ছেলে।
পূর্বধলা থানার (ওসি) অফিসার ইন চার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালীন বৃহস্পতিবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ, এসআই মোহাম্মদ আলাল উদ্দিন ও এএসআই মোকাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মহেষপট্রি এলাকা থেকে অবৈধ পথে রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ২শ’ ৯৬ পিস ভারতীয় কম্বল সহ একটি পিক-আপসহ জব্দ করে ও পিক-আপ চালককে আটক করে।