পূর্বধলায় ভারতীয় মদসহ যুবক আটক
মোঃ আমিনুল ইসলাম মন্ডল:
নেত্রকোনার পূর্বধলায় ২১ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আটককৃত মাদক কারবারির নাম সোহাগ মিয়া (৩৩)।
রবিবার (১ অক্টোবর) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা চৌরাস্থা থেকে তাকে আটক করা হয়। সোহাগ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ছোট ইলাশপুর চৌরাস্থায় পুলিশের চেকপোস্ট ডিউটি চলাকালীন স্থানীয় এক ব্যক্তির চায়ের দোকানের সামনে ওই ধৃত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার পিঠে ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ। এ সময় তার ওই দুই ব্যাগ থেকে ২১ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়।