পূর্বধলায় ভারতীয় মদসহ ৩ যুবক আটক

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডল:
নেত্রকোনার পূর্বধলায় ২৬ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আটককৃত মাদক কারবারিদের নাম মোঃ জোবাইদ (২৫), মোঃ ইনছান আলী (১৯), মোঃ সুমন মিয়া (২০)।

আটককৃত জোবাইদ দূর্গাপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ইব্রাহীম এর ছেলে। ইনছান আলী কলমাকান্দা থানার রাধানগর গ্রামের আব্দুল মজিদ এর ছেলে এবং সুমন মিয়া একই এলাকার মালেক এর ছেলে।

আজ সোমবার (২ অক্টোবর) উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি রাস্তার আতকাপাড়া নামক স্থানে দূর্গাপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করে।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।