মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে জারিয়া নামক স্থানে বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯ বোতল ভারতীয় মদসহ আজহারুল ইসলাম (১৮) ও ইসমাইল হোসেন (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে থানার পুলিশ।
আটককৃত আজহারুল নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলার উত্তর গোড়াগাঁও গ্রামের মিনু মিয়ার ছেলে ও ঈসমাইল হোসেন মুন্সিগঞ্জ জেলার চর ডুমুরিয়া গ্রামের মৃত মীর আব্দুল হাই এর ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৯ বোতল ভারতীয় মদসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।