পূর্বধলায় ভারতীয় মদসহ ১ যুবক গ্রেপ্তার
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় ১১ বোতল ভারতীয় মদসহ মো. আয়নাল খা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আয়নাল খা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড’র দত্তপাড়া খা বাড়ী গ্রামের মৃত আনামত খা ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আয়নাল খা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কযোগে ভারতীয় নিষিদ্ধ মদ নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌরাস্তা নাকম স্থানে তাকে ১১ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।