পূর্বধলায় ভিমরুলের কামড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
সোমবর (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার বিকেলে ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় শিশু।

শিশুটির নাম সিয়াম (৮)। সিয়াম ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

শিশুটির পরিবার সূত্র জানায়, সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রবিবার বিকেলে বিড়াল ছানাটি দৌঁড়ে বাড়ির পেছনে চলে যায়। সেও ছানাটিকে ধরতে গিয়ে বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাকের সামনে পড়লে তাকে ভিমরুল একাধিক কামড় দেয়।

এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

জরুরি বিভাগে চিকিৎসার পর রবিবার রাতে তাকে বাড়িতে নিয়ে যায়। সোমবার সকালে আবারো হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখানোর পর শিশুটিকে নিয়ে বাড়ি চলে যায়।

দুপুরে শিশুটির অবস্থা খারাপ হলে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।