পূর্বধলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুন ৮, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্য নিয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ।

দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৮ জুন ) সকালে পূর্বধলা উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার ফিতা কেটে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, সার্ভেয়ার হাদিউল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্ডল, সকল ইউনিয়নের নায়েবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

র‌্যালি শেষে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার বলেন, এখন আর অফিসে এসে নয়। ভূমি সেবা গ্রহীতারা ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, অনলাইনে আবেদন, ভূমি সেবা অ্যাপ, উত্তরাধিকার ম্যাপ, জলমহালের আবেদন ও ভূমি-সংক্রান্ত্র অভিযোগ ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবে।