পূর্বধলায় মহাতাঁবু জলসা ও স্কাউট সমাবেশ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার শুরু হওয়া ৪ দিনের স্কাউট সমাবেশ শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস পূর্বধলা উপজেলার সভাপতি মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার, বাংলাদেশ স্কাউট্স পূর্বধলা উপজেলার কমিশনার ও ক্যাম্পচীপ সুধাংশু শেখর তালুকদার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান, নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, দেওটুকোন আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন সরকার, বাংলাদেশ স্কাউটস পূর্বধলা উপজেলা শাখার সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া সহ স্কাউটের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

সমাবেশে উপজেলার ১১টি ইউনিয়নের ২০টি স্কাউট দল ও ১০টি গার্ল ইন স্কাউট দলের মোট ২৪০ জন স্কাউট অংশগ্রহণ করছে। তাঁবু জলসায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটবৃন্দ দলগতভাবে সঙ্গীত, ছড়া গান, রম্য নাটক, নৃত্য পরিবেশন করে। সবশেষে স্কাউটসদের মাঝে সনদ বিতরণ করা হয়।