মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
দেশজুড়ে চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব শিক্ষার্থী যখন বাবা-মায়ের দোয়া নিয়ে প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে যায়; তখন মায়ের লাশ দাফন করে চোখে জল নিয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিল সাকিব আহমেদ (বাবুল) (১৮)।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। পূর্বধলা সরকারি কলেজের ছাত্র সাকিব আহামেদ ( বাবুল) এদিন কারিগরি শিক্ষা বোর্ডের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা দিয়েছে। সে উপজেলার জারিয়া ইউনিয়নের দেওটুকোন গ্রামের আঃ মান্নান এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় জ্বরে আক্রান্ত হয়ে সাকিব আহমেদের (বাবুল)মা নূরজাহান বেগম (৪৫) ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বৃহস্পতিবার সকাল ৯ টায় তার মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ও দাফন শেষে কেঁদে কেঁদে পরীক্ষা কেন্দ্রে যায় ছেলেটি।
এ প্রসঙ্গে সাকিব আহমেদ ( বাবুল) বলেন, হঠাৎ আমার মা মারা গেছেন। পরীক্ষা শুরুর সময় ওনাকে দাফন করেছি। এ সময় আমি ও আমার পরিবার শোকে স্তব্ধ। তবে এলাকাবাসীর সহযোগীতায় পরীক্ষা শুরুর কিছু সময় পরে গিয়ে আমি অংশ নিয়েছি।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত