পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাব।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে ক্লাবের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত বাংলাদেশরে প্রতিনিধি হাবিবুর রহমান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ও স্বদেশ কন্ঠ প্রতিনিধির স্টাফ রিপোর্টার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি খায়রুল ইসলাম, সদস্য দৈনিক জবাবদিহির প্রতিনিধি মো. সাগর আহমেদ জজ প্রমুখ।