পূর্বধলায় যুব ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় দক্ষ যুব গড়ে তুলতে যুব ফোরাম সক্রিয়করণ ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় আস্থা প্রকল্পের আওতায় সোমবার (১৩ মে) সকাল ১১ টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে পূর্বধলা উপজেলা যুব ফোরাম কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।

যুব ফোরামের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান’র সঞ্চালনায় আহবায়ক মো. সানাউল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের কোর্ডিনেটর রাবেয়া বসরী, ক্লাস্টার কো-অর্ডিনেটর খালেদ এহতেশাম, নেত্রকোনা জেলা নাগরিক ফোরামের সদস্য ইসমাইল হোসেন খোকন, সৈয়দ আরিফুজ্জামান, প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, ফিল্ড কর্মকর্তা ঝলক সরকার, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি।

প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।