পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা সৈনিক ইউনুস আলী মন্ডলের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক আলহাজ্ব ইউনুস আলী মন্ডলকে (৯২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

সোমবার (২২) জানুয়ারী ২:৩০ মিনিটে বাড়হা প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে পূর্বধলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তার প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পূর্বধলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, মুক্তিযোদ্ধাসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ, মরহুমের নিকটাত্মীয় ও শুভাকাঙ্খীগণ।

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ১৬১ নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিঠির সাংগঠনিক বীরমুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

পারিবারিক সূত্র জানায়, তিনি র্দীঘদিন যাবত বার্ধ্যক্য জনিত নানা সমস্যায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যায়  রবিবার (২১ জানুয়ারী ) সন্ধ্যা ৭:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও পাঁচ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।