পূর্বধলায় রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনার জেলা ইউনিটের সহযোগিতায় পূর্বধলা উপজেলা টিমের আয়োজনে দুই (২-৩ অক্টোবর) দিনব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে তাদেরকে সনদ বিতরণ করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে পূর্বধলা রেড ক্রিসেন্ট টিমের উপদেষ্ঠা আবু হানিফ তালুকদার রাসেল’র তত্ত¡বাবধানে সার্বিক দিকনির্দেশনা দেন নেত্রকোনা জেলা ইউনিটের সেক্রেটারি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব গাজী মোজাম্মেল হোসেন টুকু।

পূর্বধলা সরকারি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারোল হক রতন’র সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান ভুট্টু।

বিশেষ অতিথি ছিলেন জেলা ইউনিট সদস্য আব্দুর রাজ্জাক, সাইফুল্লাহ এমরান, জেলা ইউনিটের যুব প্রধান একে এম মনিরুল হাসান, সহকারী অধ্যাপক এমদাদুল হক বাবুল, রেড ক্রিসেন্ট উপজেলা টিমের উপদেষ্ঠা ও প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল, প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল প্রমুখ।

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান শিক্ষক বাবুল চন্দ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি ছিলেন, সহকারি প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন।

মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য স্বপন দত্ত চৌধুরী দিলু।

পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রশিক্ষণে প্রধান শিক্ষক সুদীপ চন্দ্র’র সভাপতিত্বে ও নারায়নডহর উচ্চ বিদ্যালয়ের কর্মশালায় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক তালুকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক।