পূর্বধলায় লগি-বৈঠা সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
লগি-বৈঠাদারী আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে ২৯ (অক্টোবর) মঙ্গলবার বিকালে পূর্বধলা হেলিপ্যাড মাঠে উপজেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কর্ম পরিষদ সদস্য জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাসুম মোস্তফা, নেত্রকোনা পৌর শাখা আমীর জনাব মো. নিজাম উদ্দিন।
এসময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হুগলা ইউনিয়ন সভাপতি এমদাদুল হক বাচ্ছু, ঘাগড়া সভাপতি শাহাদাত হোসেন টুটুল, ধলামূলগাও সভাপতি এমদাদুল হক, সদরের সভাপতি তাজুল ইসলাম বাবুল, বিশকাকুনীর সভাপতি সুরুজ্জামান, গোহালাকান্দার সভাপতি জহিরুল হক, বৈরাটির সভাপতি আবুল হাসনাত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জামায়াত শিবিরকে নির্মূল করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, অত্যাচার, নির্যাতন, গুম, খুন অপহরনের মতো মানবতা বিরোধী অপরাধ কর্মকান্ড চালিয়ে ছিল। এরপরও জামায়াত শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষনা করেছিল, দেশের ছাত্র জনতা গণ অভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর পর দেশের জনগন আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষনা করেছে।