পূর্বধলায় শেখ রাসেল দিবস পালিত
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনিষ্ঠ ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সকালে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আক্তার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতনা সুমি, অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রিদান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।