পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩
প্রতিকী ছবি

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় কাপাসিয়া সড়কের কালীবাড়ি মোড়ে সড়ক দুর্ঘটনায় রাবেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছে।

নিহত নারী ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে স্বামী স্ত্রী বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে পূর্বধলা-কাপাশিয়া সড়কের পূ্র্বধলা কালীবাড়ি এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল এর বাড়ির সামনের পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেনা খাতুন ধোবাউড়া উপজেলার সোহাগীপাড়া গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী। তার বাবার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিকমতনগর গ্রামে। তার পিতার নাম মৃত শাবান আলী।

বাড়িতে ফেরার পথে কালীবাড়ি মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাকটিকে সাইট দিতে গেলে গাড়িতে থাকা নারী হতভম্ব হয়ে মোটরসাইকেল থেকে ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এই ঘটনায় চালকসহ (ঢাকা মেট্রো ট-১৫-২৮১৮) ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম দুর্ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ ট্রাকটিকে আটক করা গেলেও মোটরসাইকেল চালক পালিয়ে যায়। লাশ সুরতহাল করে আরটিএ রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।