পূর্বধলায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন নব যোগদানকৃত পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন সাংবাদিক জুলফিকার আলী শাহীন, জায়েজুল ইসলাম, নুর আহম্মদ খান রতন, ইসমাঈল হোসেন খোকন, জাকির আহমেদ খান কামাল, মো: এমদাদুল ইসলাম, নোমান শাহরিয়ার, মো: হাবিবুর রহমান, নুর উদ্দিন মন্ডল দুলাল, এস এম ওয়াদুদ, শফিকুল ইসলাম খান প্রমুখ।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির জানান, যোগদান করার পর থেকে পূর্বধলা আমারও উপজেলা, উপজেলার চলমান উন্নয়ন কর্মকান্ডগুলো দ্রুত শেষ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা নিরসনে উদ্যোগী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য যে, এর আগে তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস-৩৫ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।