পূর্বধলায় সুবিধাবঞ্চিতদের মাঝে রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৪

মোস্তাক আহমেদ খানঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজ সেবক বিশিষ্ট শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেলের পক্ষ থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া, বৈরাটি, গোহালাকান্দা, খলিশাউর ও ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ (৬ এপ্রিল) শনিবার দ্বিতীয় দিনের মতো পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও রোজা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ রুবেল হাসান এর সভাপতিত্বে প্রতিবন্ধীসহ অসহায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজয়পুর স্থল বন্দর উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান কাঞ্চন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক ও মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম শাহীন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ রাজীব, আমির আলী উজ্জল, মোঃ রাসেল মিয়া, জাহিদ হাসান আকাশ, আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।