পূর্বধলায় সেবা-৯২ ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলালঃ
এসএসসি ৯২ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন “সেবা-৯২ ফাউন্ডেশন” এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) উপজেলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রায় দুই হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
নেত্রকোণা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং সেবা ৯২ ফাউন্ডেশনের সভাপতি ডা. মো. এমদাদ উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এতে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, নেত্রকোনা সমাজসেবা উপপরিচালক শাহ আলম, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, মানুষ মানুষের জন্য। মানবসেবায় এগিয়ে আসতে চাইলে অবশ্যই সাহস এবং মানসিকতা থাকতে হয়। “সেবা-৯২ ফাউন্ডেশন” তেমনই একটি সংগঠন। দরিদ্রদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহায়তার উদ্যোগকে স্বাগত জানাই। মানবিক সহায়তায় নেত্রকোণা জেলা প্রশাসন সকলের পাশে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে “সেবা ৯২ ফাউন্ডেশন” এর সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল এক ভিডিও বার্তায় চক্ষু চিকিৎসা কর্মসূচি-২০২৪ এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল মামুন, ডা. মো. আব্দুর রহিম মিয়া, খাদিজা আল কুবরা জলি, আসাদুজ্জামান পাভেল, আশরাফুল নাহার শাপলা, রেজাউল করিম লেলিন, লুতফর রহমান, আতাউর রহমান, মানিক মিয়া, ফয়জুর রহমান ঝন্টু, জায়েজুল ইসলাম, অমল দাস, মানিক চন্দ্র দাস প্রমুখ।