পূর্বধলায় হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলায় সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, জাতীয় যুবনীতি বাস্তবায়ন ও সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততাকল্পে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পূর্বধলা উপজেলা যুব ফোরাম এবং জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের সমন্বয়ে মঙ্গলবার (১১ জুন) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় “আস্থা” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান’র সঞ্চালনায় আহবায়ক মো. সানাউল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা নাগরিক ফোরামের সদস্য ইসমাইল হোসেন খোকন, আস্থা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, ফিল্ড কর্মকর্তা ঝলক সরকার, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সামাজিক মূল্যবোধ সম্পন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে ।

পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কমর্কান্ড সহ বিভিন্ন সামাজিক কমর্কান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন।।