পূর্বধলায় ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আজিম শাহরিয়ার

তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে প্রশাসনখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৩

সাব্বির আহমেদ :
নেত্রকোণায় পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মোঃ মুসলেম উদ্দীন খান ছেলে আজিম শাহরিয়ার খান (আজিম খান) ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তিনি নারান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ২০০৫ সালে পঞ্চম শ্রেণীতে সাধারণ বৃত্তি পান। ২০১০ সালে হিরণপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হন।

পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে ২০১২ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫.০০ পান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক সম্পন্ন করেন।

উল্লেখ্যঃ তিনি বর্তমানে বাংলাদেশ – চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড এ উপ-বিভাগীয় প্রকৌশলী পদে কর্মরত পদে কর্মরত।

আজিম শাহরিয়ার খান তার বাবা মায়ের নয় সন্তানের মাঝে ৬ষ্ঠ। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে প্রশাসনখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান। তার পরিবার ও নিজের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।