পূর্বধলায় ৬ বোতল ভারতীয় মদসহ আটক-১
মোঃ নুর উদ্দিন মন্ডল দুলালঃ
নেত্রকোনার পূর্বধলার আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার উপর থেকে ৬ বোতল ভারতীয় মদসহ মো. শামীম (২৬) নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৬ বোতল ভারতীয় মদসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবির বাড়ি (নারিস পোল্ট্রি) গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. শামীম (২৬)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ বোতল ভারতীয় মদসহ ১ ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পূর্বধলা থানার এসআই মো. আবুল কালাম ফোর্সসহ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।