পূর্বধলায় ৯৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার কারবারি
পুর্বধলা সংবাদদাতাঃ
পূর্বধলায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ৯৬৫ পিস ইয়াবাসহ সোহেল (৩০) নামের ১ যুবককে গ্রেফতার করেছে। আটককৃত সোহেল উপজেলার বৈরাটি ইউনিয়নের নিজ আলমপুর গ্রামের কিতাব আলীর ছেলে।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোররাত রাত ২টার দিকে এসআই মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম উপজেলার ১২নং বৈরাটি ইউনিয়নের নিজ আলমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজ আলমপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের মুদি দোকানের সামনে থেকে অভিযান পরিচালনাকালে সোহেলকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এখন কোর্টে চালান করা হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় শ্যামগঞ্জের ৯৬৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে অব্যাহত থাকবে।