পূর্বধলার ইউএনও খবিরুল আহসানকে বদলি, নব পদায়িত রেজওয়ানা কবির

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান (১৮১০৬)কে বারহাট্টা উপজেলায় বদলি করা হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ এ আদেশ জারি করেন।

বর্তমান ইউএনও’র স্থলাভিষিক্ত হবেন মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির (১৮০৯৯)। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৩ সংখ্যক স্মারকে প্রজ্ঞাপন জারি করা হয়। অবিলম্বে তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।

খবিরুল আহসান সম্প্রতি রাজধলা ইকো পার্ক নির্মাণকাজ বাস্তবায়ন, বাজার মনিটরিং, খেলাধূলা ও অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের কাছে তিনি প্রশংসিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করছেন, অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছেন।