
পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার সড়ক যোগাযোগ অবকাঠামোর অবস্হা একেবারে নাজুক, এতে ব্যাপক যানজট, গাড়ী ও মানুষ চলাচলের সীমাহীন দূর্ভোগ এবং দূঘটনার ঝুকি বেড়েই চলেছে।উপজেলার প্রধান প্রধান রাস্তা বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পুকুরে পরিনত হয়েছে।
জনসাধারন যানবাহনে চলাচল করেত গিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দূঘটনার শিকার হচ্ছে। উপজেলার সড়ক যোগাযোগ অবকাঠামো নিয়ে বিভিন্ন পত্রিকায় একাদিকবার প্রতিবেদন করা হলেও এর কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। এলজিইডি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সামদানী টিকাদার নিয়োগ হয়েছে বলে ভরসা দিলেও বর্ষা শেষে সড়কের সংস্কারে কাজ শুরু করা হবে ।
জনমনে প্রশ্ন মানুষ চলাচলের সীমাহীন দূর্ভোগ নির্বাচিত জনপ্রতিনিধিদের চোখে পড়েনা।পরলেও বা কি তাদেরতো সাধারণ মানুষের মত দূর্ভোগ পোহাতে হয়না।
এখন পর্যন্ত সড়কের এমন দশা থাকলেও কোনো জনপ্রতিনিধি অথবা যথাযত কর্তৃপক্ষ সড়কটি মেরামত করতে উদ্যোগী হতে দেখা যায়নি।
সড়কের এমন বেহাল দশার কারণে উপজেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। স্থানীয় বসবাসকারী মানুষ পড়েছে চরম বিপাকে।