
এ কে এম আব্দুল্লাহ্ঃ
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে পূর্বধলার শ্যামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) পুলিশের এস আই সঞ্জয় সরকার ও এ এস আই হরিপদ পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের জারিয়া মোড়ে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ বেচাকেনা করার সময় ৩২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রংপুর গ্রামের মৃত হযরত আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোঃ হরমুজ আলীর পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৮)।
এ ব্যাপারে ডিবি (পশ্চিম) পুলিশের এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
বুধবার বিকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।