
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) রাতে ১১টার দিকে কলেজ রোড জামতলা নামক এলাকায় ৯০ পিস ইয়াবাসহ মোছা: রাশিদা বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ময়মনসিংহ। আটককৃত রাশিদা বেগম উপজেলার সদর ইউনিয়নের কলেজ রোড জামতলা গ্রামের মো: হীরা মিয়ার স্ত্রী।
সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহ তাকে আটক করে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ব্যাপারে র্যাব-১৪, ময়মনসিংহের সুবেদার মো: আনোয়ার হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে আজ বুধবার আসামীকে আদালতের মাধ্যমে নেত্রকোণা জেল হাজতে প্রেরন করা হয়েছে।