
পূর্বধলা :
নেত্রকোণার পূর্বধলায় ইয়াবা বিক্রয়কালে মোঃ সাহেদ আলী (২১) নামক এক যুবক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ মার্চ) রাত পৌনে বারোটায় উপজেলার জারিয়া বাজারে রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত সাহেদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুড়া গ্রামের মৃত আলী আহাম্মদ’র ছেলে।
স‚ত্রে জানা গেছে, সে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ভাবে মাদক বিক্রয় করে আসছিল। রবিবার রাতে থানার একটি চৌকস দল ইয়াবাসহ সাহেদ আলীকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে প‚র্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করেছে।