পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ১৪ সেপ্টেম্বর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে’র তহবিল থেকে দুই গৃহহীন দরিদ্র-অসহায় বিধবা পরিবার ঘরের জন্য পেল টিন, ৬ হাজার করে নগদ টাকার চেক এবং খাদ্য।
উপকারভোগীরা হলেন উপজেলার আগিয়া ইউনিয়নের জাগির গ্রামের হাফিজ উদ্দিনে’র স্ত্রী হাজেরা খাতুন, ঘাগড়া ইউনিয়নে’র মেঘশিমুল গ্রামের ছাবির উদ্দিন খানের স্ত্রী নূর নাহার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম, আগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সানোয়ার হোসেন চৌধুরী, রাজিবুল সহ অন্যন্যরা।
এসময় ২ বান্ডেল ঢেউটিন, ৬ হাজার টাকার চেক ও খাবার পেয়ে আনন্দে মহা খুশী দুই অসহায় দরিদ্র পরিবার।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দরিদ্র অসহায় পরিবারের মাঝে সহযোগীতা বারবার অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]