কাওসার আলম খান রনিঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ছনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ আলী তালুকদারের অবসরজনিত আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারী) বিকালে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদ্যালয় এর সভাপতি মাহমুদা বেগম, সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, স্কুলের প্রাক্তন ছাত্র নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম তালুকদার শাহীনসহ, অন্যান্য শিক্ষক, প্রাক্তন ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে এলাকায় শিক্ষা প্রসারে এই শিক্ষকের অনন্য ভূমিকা রাখার জন্য এলাকাবাসী ও স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয় এবং আদর্শ শিক্ষকদেরকে এভাবেই সম্মান ও যথাযথ মর্যাদা দেওয়ার জন্য বক্তাগণ আশা প্রকাশ করেন।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা অসীম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত