
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। অভিজিৎ সরকারকে আহবায়ক ও মো: গনি মিয়াকে সদস্য সচিব করে ৬৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
ঘোষিত কমিটিতে একজনকে আহবায়ক ও একজনকে সদস্য সচিব এবং ১১ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। বাকী সবাইকে কমিটির সাধারণ সদস্য করা হয়েছে।
সদস্য সচিব দ্বায়িত্বে পাওয়া মো. গনি মিয়া বাংলাদেশ ছাত্রলীগ পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি দায়িত্বে পালন করেন।
গত (২ ফেব্রুয়ারি) জেলা শাখার মৎসজীবী লীগের গাজী মোসাদ্দেক হোসেন রতন আহব্বায়ক এবং সদস্য সচিব মো.আলমগীর কবির এর স্বাক্ষরিত পূর্বধলার উপজেলা শাখার মৎস্যজীবী লীগের ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটিকে অনুমোদন দেন।
কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছেঃ অরুণ আহমেদ,
রতন চন্দ্র পাল, নাঈম ইসলাম, লাল মিয়া আকন্দ,
এটি এম সাখাওয়াত হোসেন রনি, শফিকুল ইসলাম শফিক, ইঞ্জিনিয়ার এহসান উদ্দিন, মো. উজ্জ্বল মিয়া,
মো. খোরশেদ আলম, সুজন দে, মো. আব্দুল মন্নান,
ও মো.রুহুল আমিনকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পূর্বধলা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা কমিটি ঘোষণা করে ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ২ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হলো।