পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও করেন সক্রিয় সাংবাদিকদের সংগঠন পূর্বধলা রিপোর্টার্স ক্লাব।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সাদ্দাম হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, কার্যকরী সদস্য ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, সহ-সভাপতি ও দৈনিক একুশে সংবাদ প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল, কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, সদস্য ও দৈনিক আলোকিত নিউজ প্রতিনিধি মো. সাগর আহমেদ, জনপ্রিয় কবি খোরশেদ আলী তালুকদার, কবি মো. নজরুল ইসলাম প্রমুখ।