
মোঃ ছাইদুল ইসলাম: আগামী ১৬ অক্টোবর নেত্রকোনা জেলা অটো-টেম্পু-অটোরিক্সা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয় পূর্বধলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সভাপতি পদ প্রার্থী মো. আব্দুর রহমান আকন্দ ।
একাধিক ভোটারের সাথে আলাপকালে জানা যায় ব্যাপক প্রচারণা করছেন সাবেক সভাপতি মো. আব্দুর রহমান আকন্দ । ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ।
মো. আব্দুর রহমান আকন্দ বলেন, অটো-টেম্পু-অটোরিক্সা ও সিএনজি চালক শ্রমিকদের সুখে দুখে সবসময় তাদের পাশে চালক হিসাবে আছি প্রায় ৩৫বছর যাবত। আমাকে বিগত সময় অটো-টেম্পু-অটোরিক্সা ও সিএনজি চালক শ্রমিকরা ভালোবেসে দুই বার সভাপতি পদে নির্বাচিত করেছেন। তিনি পূর্বধলার শ্রমিকদের সুখে দুঃখে পাশে থেকে তার বাকি জীবন পার করতে চান।
অটো-টেম্পু-অটোরিক্সা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৬৪৯জন। নির্বাচনে ১০টি পদের জন্য ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে মো. আব্দুর রহমান আকন্দ (আনারস), মো. আবুল কাশেম খান (চেয়ার) ও মো. হীরা মিয়া ( ছাতা) প্রতীক নিয়ে লড়ছেন।
প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকাসহ সিএনজি স্টেশনের আশপাশ।
নির্বাচনের দায়িত্ব পালন করবেন জেলা অটো-টেম্পু-অটোরিক্সা ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আনোয়ার হোসেন।