পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণার পূর্বধলায় কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় পূর্বধলা কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে সংগঠনটির কলেজ শাখা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাসান আল আরিফ।

নেত্রকোণা জেলা ছাত্রদলের সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইয়ুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সামসুল হোদা শামীম, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদ, পূর্বধলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আনিসুজ্জামান আনিস, সদস্য সচিব রুবায়েত খান শান্ত প্রমুখ।