পূর্বধলা সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলার চিশতীকে ইউএনও’র শুভেচ্ছা
মোঃ আমিনুল ইসলাম মন্ডল:
নেত্রকোণার পূর্বধলায় সদ্য সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ রানার্স আপ হওয়া বাংলাদেশ দলের মিডফিল্ডার আব্দুল্লাহ্ জুনায়েদ চিশতীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ জাহিদ হাসান প্রিন্স এ কৃতি সন্তানকে সংবর্ধনা জানিয়েছেন। এসময় তার গর্বিত পিতা সরোয়ার জাহান চিশতী উপস্থিত ছিলেন।
জুনায়েদ চিশতী বলেন, আমাকে উপজেলা প্রশাসন যে এত ভালোবাসা আর সংবর্ধনা দিয়েছে এটা আমাকে খেলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে। আমি আরো বেশি উৎসাহিত পাবো, সহযোগিতা ও সাহস পেয়ে আরো ভালো খেলা উপহার দিতে পারবো দেশের আরো সুনাম বয়ে আনবো ইনশাল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, উপজেলায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপ জাতীয় ফুটবল দলে জুনায়েদ ভালো খেলছে, এটা অত্যন্ত গর্বের। আশাকরি আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করতে সে আরও ভালো খেলা উপহার দেবে। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।