পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা হাসপাতালে জাইকার অর্থায়নে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন স্থাপিত ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিশ্ব প্রিয় মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, জাইকা প্রকল্পের (ইউডিএফ) পবিত্র চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মতিউর রহমান খান, উপজেলা উপসহকারী প্রকৌশলী শাওন আহমেদ, উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মো: হাশিম উদ্দিন খান, নার্সিং সুপারভাইজার শামসুন্নাহার আক্তার প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান মামুন জানান, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন পূর্বধলা বাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিলো। আমাদের উপজেলায় প্রতিদিন অনেক মানুষ জখম হয় তাদের জন্য এটি বিরাট উপকার হবে বলে আশা করছি।