পূূর্বধলায় জাতীয় শোক দিবসে কর্মী সমর্থকের মহড়া
পূর্বধলা প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মী ও সমর্থকদের মহড়া প্রদর্শিত হয়।
মঙ্গলবার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের সমর্থক ও তিন সহযোগি সংগঠনের নেতারা উপজেলা সদরে পৃথকভাবে পৃথক স্থানে কর্মসূচির আয়োজন করে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সাবেক ছাত্রনেতা তুহিন আহাম্মদ খান এবং ঢাকা মহাগর উত্তর কৃষকলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম সোহেল নির্বাচনী মাঠে কাজ করছেন।
তবে এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক) এমপি দীর্ঘদিন ধরে নির্বাচনী মাঠে অনুপস্থিত। তিনি অসুস্থ্য আছেন বলে জানা যায়। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানেও তাঁর কর্মী সমর্থকদের দেখা যায়নি।
নেত্রকোণার পূর্বধলায় জাতির পিতা মহান স্বাধীনতা দিবসের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মী ও সমর্থকদের মহড়া প্রদর্শিত হয়। চার নেতার কর্মী সমর্থকরা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের সমর্থকরা উপজেলা সদরে হ্যালিপ্যাড মাঠে, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের সমর্থকরা সরকারি জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, সাবেক ছাত্রনেতা তুহিন আহাম্মদ খানের সমর্থকরা উপজেলা সদরে ঈদগাহ মাঠে এবং ঢাকা মহাগর উত্তর কৃষকলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেলের সমর্থকরা উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল করে কর্মসূচিতে যোগদান করেন। এ নিয়ে গতকাল মঙ্গলবার পূর্বধলা উপজেলা সদর ছিল সরগরম। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন হয়। আহমদ হোসেন ছাড়া অন্য তিনজন শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাবেক ছাত্র নেতা তুহিন আহাম্মদ খান বলেন, আমার প্রোগ্রাম খুব ভাল হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূরুল আমীন খান পাঠানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগদান করে। এ ছাড়া কয়েকটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়।
পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, অনুষ্ঠান ভালই হয়েছে। বিদ্যালয় মাঠে জাতির জনকের শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠান পালন করেছি। উপজেলার বিভিন্ন এলাকার সাত থেকে আট হাজার সমর্থক আমার অনুষ্ঠানে যোগ দেয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন বলেন, আমি যেতে পারিনি। তবে অনুষ্ঠান ভালই হয়েছে। অনুষ্ঠান আরও কয়েকজন করেছে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করতেই পারে।