প্রখ্যাত কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর ৩৯তম প্রয়াণ দিবসে নেত্রকোনায় স্মরণসভা
নেজা ডেস্ক রিপোর্ট:
নেত্রকোণায় প্রখ্যাত কথা সাহিত্যিক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে’র সহচর বাংলা একাডেমি ও একুশে পদকে ভূষিত মরহুম খালেকদাদ চৌধুরীর ৩৯তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এসভার আয়োজন করে খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ, নেত্রকোণা সাহিত্য সমাজ ও জেলা প্রেসক্লাব নেত্রকোণা।
জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ও সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, খালেকদাদ চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, মদন পৌরসভার সাবেক মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, অধ্যাপক আনোয়ার হাসান।
এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি পোহেলি দে, প্রবন্ধ পাঠ করেন খন্দকার অলিউল্লাহ।