প্রতিবন্ধীদের জনশক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা: প্রতিমন্ত্রী

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমসে স্বর্ণ পদক জয়ীকে নেত্রকোণায় গণসংবর্ধনা দেয়া হয়েছে

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

নেজা ডেস্ক রিপোর্ট :
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের কল্যাণে সবসময় বিশেষ দৃষ্টি রেখেছেন। তাদের কল্যাণে যা যা করনীয় তাই করছেন। তাই প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। তাদের জনশক্তিতে পরিণত করতে কাজ করে যাচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা।

আজ দুপুরে নেত্রকোণা পাবলিক হলে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস ২০২৩-এ স্বর্ণ ও ব্রোঞ্জ পদক জয়ী কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ পাইয়িম মিয়া-কে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ নেত্রকোনা সাব-চ্যাপ্টারের আয়োজনে, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর পরিচালক ফারুকুল ইসলাম ও নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান।