প্রতিবন্ধী সন্তান নিয়ে আবদাল খাঁ’র মানবেতর জীবনযাপন

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

দিলওয়ার খানঃ
চাষের কোন জমি নেই, নেই কোন উপকরণ, নির্দিষ্ট বেতনের কোন চাকুরির। প্রতিদিন নেই কোন কাজ। সংসারের হাল ধরবে এমন কেউও নেই।বোর-আমন মৌসুমে পরের জমিতে কাজ করে যা আয় করেন তা দিয়েই সংসার চালাতে হয়।

প্রতিবন্ধী ছেলেসহ ৪ সন্তান ও স্ত্রী ৬ সদস্যের পরিবার নিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরা পাড়া গ্রামের আবদাল খাঁ। সরেজমিনে গিয়ে জানা যায়,

আবদাল খার প্রতিবন্ধী ছেলে নাঈম (১৪)। সে শারিরিক ও মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তাও জোগার করা আবদাল খার পক্ষে সম্ভব হয়না। ছেলের চিকিৎসার জন্য প্রতিবেশি ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-দেনা করেছেন অনেক।টাকা পরিশোধ করতে ব্না পারায় নতুন করে টাকা জোগাড় করতে অপারগ তাই বাধ্যহয়েই প্রতিবন্ধী নাঈমকে বেশীরভাগ সময় চিকিৎসাহীন অবস্থায় থাকতে হয়।

অন্য সন্তানেরা জোনাইদ (৭), ফাহিম (৫) ও সৌরভ (৩) তারাও মৌলিক-মানবিক চাহিদা পূরণ না হওয়ার মধ্য দিয়েই বেড়ে উঠছে। আবদাল খাঁর বসত ঘরটি ভাঙাচোরা, কোন রকমে বাঁশ কাঠ দিয়ে দাঁড় করিয়ে রেখেছেন।

আবদাল খা জানান, আমি পৈত্রিক সূত্রে মাত্র এক শতাংশ জমি পেয়েছি। সেখানে একটি ভাঙা ঘরে সন্তানদের নিয়ে কোনরকমে বসবাস করছি।অন্যের জমিতে কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতে হয়। বছরের অনেক দিনে কোন কাজ থাকে না তখন খেয়ে না খেয়ে দিন পার করতে হয়। বড় ছেলে নাঈম প্রতিবন্ধী তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয়। যখন হাতে টাকা থাকে না তখন তার চিকিৎসাও করানো সম্ভব হয় না।

ছোট ছেলেরা বড় হচ্ছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করেও তিনি কোন কূল কিনারা পান না!