আমিরুল ইসলামঃ
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল মন্নাফের সন্তান জায়মান জাহান (জ্যোতি) ৪১তম বিসিএস (মৎস্য) ক্যাডারে উপজেলা মৎস্য অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তিনি উলুয়াটি আদর্শ শিশু একাডেমী হতে ২০০৬ সালে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুল বৃত্তি পান। ২০১২ সালে রওশন ইজদানী একাডেমী থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হন।
পরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে মাৎস্যবিজ্ঞান বিভাগ থেকে সম্মান, একই বিশ্ববিদ্যালয় হতে ২০২১ সালে ফিশারিজ টেকনোলজি বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন।
জায়মান তার বাবা মায়ের একমাত্র সন্তান। তিনি সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনের মাধ্যমে মৎস্যখাতের উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান। তার পরিবার ও নিজের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রত্যাশী।
ইমেরিটাস এডিটরঃ দিলওয়ার খান
সম্পাদক ও প্রকাশকঃ মুহা. জহিরুল ইসলাম অসীম
বার্তা সম্পাদকঃ শরীফা ইসলাম বর্ষা
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, ২৪০০
ফোনঃ ০১৭৩৫ ০৭ ৪৬ ০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫ ৮৮ ৪০ ৫০
ই-মেইলঃ netrokonajournal@gmail.com
©২০২০-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত