ফলের ক্যারেটে মাছ পরিবহনের মতো মদ বহনকালে ৪৮টি বোতলসহ আটক ব্যবসায়ী
কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে অভিনব কায়দায় বহনকালে ৪৮ বোতল মদসহ নিক্লেশ সরকার ( ৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ডেইট্টাখালি ব্রিজের দক্ষিণ পাশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিক্লেশ নেত্রকোণা সদর উপজেলার পুকুরিয়া এলাকার মৃত নিরঞ্জন সরকারের ছেলে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে মদ নিয়ে জেলা শহরের দিকে যাচ্ছে—এমন গোপন খবরে ভোরে ৬টায় কলমাকান্দা থানার ওসি আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ ডেইট্টাখালি ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তায় অবস্থানকালে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামায় পুলিশ।
এসময় তাকে তল্লাশি করে মাছ পরিববনের মতো করে সাজিয়ে মোটরসাইকেলের পেছনে দুই পাশে বাঁধা প্লাস্টিকের ফলের ক্যারেটে ৪৮ বোতল মদ পাওয়া উদ্ধার করে তারা।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আটক নিক্লেশের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।