ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

রাজেশ গৌড়ঃ
ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ধর্মপ্রান মুসল্লিরা । বৃহস্পতিবার বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি মোড়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

রাশিমনি মোড়ে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মুফতি আতাউল্লাহ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা ইউসুফ, শামীম, উমর ফারুক বাবু, জুনায়েল, সাদ্দাম, সোহেল, কামরুল, আলম, আলাল, সোহাগ, দিলু মিয়া সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, নিপীড়ন ও ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী মুসলমানদের ওপর বিমান হামলা চালিয়ে নারী, শিশু নির্বিশেষে সাধারণ ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা ও তাদের ধর্মীয় স্থাপনাসহ ঘর-বাড়ি ধ্বংস করে চলেছে।

অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের মাতৃভূমি রক্ষার এ লড়াইয়ে সংহতি জ্ঞাপনের জন্য বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে ইমাম, উলামা ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে একটি মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।