ফিলিস্তিনে মুসলিম গণহত্যার প্রতিবাদে নেত্রকোণার দক্ষিণ বিশিউড়ায় বিক্ষোভ ও সমাবেশ
নেজা ডেস্ক রিপোর্টঃ
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও নারী-শিশুসহ সাধারণ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে নেত্রকোনা জেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) বাদ আসর দক্ষিণ বিশিউড়া বাজার মোড় থেকে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্কুল মাঠে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও সাবেক নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক।
আরও বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম রুহী, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আলী আশরাফ, অধ্যাপক শফিকুল ইসলাম, মুহাম্মদ সারওয়ার জাহান জনি, মাওলানা জিল্লুল কবির, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সালাম ও মাওলানা সায়মন সাদ প্রমুখ।
সমাবেশ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং ফিলিস্তিনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।