জাকির আহমেদ মদনঃ ফুলসজ্জিত গাড়িবহর এবং সহকর্মীদের ভালোবাসার মধ্যে দিয়ে অবসরে গেলেন (কনস্টেবল) পুলিশ সদস্য আজিজুল ইসলাম।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দীর্ঘ ৩১ বছরের কর্মময় জীবন সমাপ্ত করেন তিনি।
বিকেলে অন্যরকম এক আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলমসহ থানা পুলিশের সদস্যরা।
বিদায়ের আগে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পুলিশ সদস্য আজিজুল ইসলামের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়।
এ সময় তার হাতে সম্মাননা স্বারক ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের সদস্যরা। শেষ মুহূর্তে ফুল দিয়ে সজ্জিত থানা পুলিশের গাড়িবহরের মাধ্যমে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিদায়বেলায় এমন সম্মাননায় অশ্রুসিক্ত হন আজিজুল ইসলাম।
কনস্টেবল আজিজুল ইসলামের বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামে।
তিনি ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর মধ্যে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে চাকুরী করেছেন। দীর্ঘ ৩১ বছর চাকুরী জীবন শেষে মদন থানা থেকে তিনি অবসর গ্রহণ করেন।
পুলিশ সদস্য আজিজুল ইসলাম বলেন, আমার যৌবনের সর্বস্ব দিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মান অক্ষুণ্ণ রেখে জনসাধারণের সেবা করেছি।
অবসরকালে কর্মস্থল মদন থানার ওসি স্যার ও সকল সহকর্মীরা সুন্দর একটি আয়োজনের মাধ্যেমে আমাকে বিদায় দিয়েছেন। এতে গর্ববোধ করছি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, আমরা একসাথে থাকার স্মৃতিকে অন্তরে লালন করে একজন পুলিশ সদস্যকে বর্নাঢ্য আয়োজনের মাধ্যেমে বিদায় দিতে পেরেছি। পুলিশের প্রত্যেক সদস্যকে অবসরকালে এভাবে বিদায় দেওয়া উচিত।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]