হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:
অত্যন্ত মেধাবী, সৎ আদর্শবান শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদ আলবি ফুলব্রাড স্কলার্শীপে ইউনিভার্সিটি অব আরিজনায় পড়াশুনা করবে । খবর বাপসনিউজ।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিষয়ে ইউনিভার্সিটি অব আরিজোনায় পড়ার জন্য খালিদ বিন ওয়ালিদ আলবি চার বছরের স্নাতক (সন্মান) কোর্সে বৃত্তির জন্য আবেদন করলে উক্ত বিশ্ববিদ্যালয় তা মঞ্জুর করেন।
পরবর্তীতে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস গত অক্টোবর মাসে ৫ বছরের জন্য শিক্ষার্থীরূপে যুক্তরাষ্ট্রের জন্য ভিসা প্রদান করেন।
খালিদ বিন ওযালিদ আলবি ১২ ডিসেম্বর ২০২২ সোমবার টার্কিশ এয়ার ওয়েজে ঢাকা থেকে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে ১২ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৬টায় পেীছবে এবং ১৩ ডিসেম্বর মংগলবার সকাল সাড়ে ৮চায় নিউইয়কের জেএফকে এয়ারপোর্টে থেকে আরিজোনার ফিনিক্স-এ পৌঁছবে দুপুরে ।
উল্লেখ্য, খালিদ বিন ওয়ালিদ আলবি ২০১৩ সালে পিএসসি সম্পন্ন করেছে কিশোরগঞ্জের বাজিতপুরের বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, ২০১৬ সালে জেএসসি সম্পন্ন করেছে বাজিতপুরের আফতাব উদ্দীন স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালে একই কলেজ থেকে এসএসসি সম্পন্ন করে ।
অত:পর ২০২১ সালে ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি সম্পন্ন করে ।
খালিদ বিন ওয়ালিদ আলবি পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি সবগুলোতে জিপিএ গোল্ডেন -৫ পেয়েছে ।
তার বাবা মাজহারুল ইসলাম শামীম বাজিতপুর রাজফুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাপক এবং মা খাদিজাতুল কুবরা রুমা সমাজকর্মী । তার বড় বোন জান্নাতুল ফেরদৌস তন্বী বাজিতপুর বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক(সন্মান) এর শিক্ষার্থী এবং ছোট বোন ফাতেমাতুজ জহুরা তুসি বাজিতপুর বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ।
তার খালা নিউজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিকস ডিজাইনার আয়েশা আক্তার রুবি নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করেন ।
খালিদ বিন ওয়ালিদ আলবি সবার কাছে প্রার্থনা করেছে ।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]