ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় খালিয়াজুরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ
মোঃ কামরুল ইসলাম রতনঃ
মসজিদ ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় নেত্রকোণার খালিয়াজুরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
উপজেলা হেফাজতে ইসলামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।ফেসবুকে আপত্তিকর পোস্টকারী দুই যুবকের বাড়ি খালিয়াজুরীতে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খালিয়াজুরী মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠের পাশে গিয়ে শেষ হয়। পরে সেখনে আলোচনা সভা করেন হেফাজাতে ইসলামীর নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৮ আগষ্ট সজল দাস নামে খালিয়াজুরীর এক যুবক তার ফেসবুক আইডিতে মসজিদ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এছাড়া একই উপজেলার স্বাগত সরকার শুভ নামে আরেক যুবক তার ফেসবুক আইডিতে দেশের শীর্ষ স্থানীয় আলেম আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। এ দুটি পোস্টের প্রতিক্রিয়ায় ধর্মপ্রাণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তারই জেরে ওই দুই যুবককে আইনের আওতায় এনে শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় খালিয়াজুরী হেফাজতে ইসলাম শাখার সভাপতি আমীর মুফতি এরশাদুল্লাহ কাসেমী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক নোমানীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- নির্বাহী আমির মুফতি ইজাজুল হক,সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম, সহ-সভাপতি হযরত মাওলানা মাহফুজুল হক,যুগ্ন সম্পাদক হেফাজতে ইসলাম ও ইসলামে আন্দোলন বাংলাদেশ খালিয়াজুরী শাখার সভাপতি মোস্তাকিম বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদুল্লাহ হামিদীসহ আরও অনেকেই।
হেফাজত নেতৃবৃন্দ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে জানতে ওই দুই যুবকের মোবাইলে কল করা হলেও বন্ধ পাওয়া যায়।