বন্যার্তদের জন্য ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা দিলো দুর্গাপুরের শিক্ষার্থীরা
রাজেশ গৌড়ঃ
বন্যার্তদের জন্য ৩ দিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করলো নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থীরা। সেই টাকা পাঠানো হবে আস-সুন্নাহ ফাউন্ডেশনে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের এ কথা জানান ।
এ সময় সাংবাদিকদের কাছে অর্থ সংগ্রহ কার্যক্রম তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র,রিয়াদ হাসান,আলিফ।
এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক মাসুম বিল্লাহ অভি, শিক্ষার্থী আতিক রহমান, হীরা আব্বাসী, সানি, রকিবুল হাসান, শেখ সাব্বির, রাসেল, মঈনুল ইসলাম শাওন, শামীম, প্রাঙ্গন, জহিরুল, রিদওয়ান সহ আরো অনেকে ।
তাঁরা জানায়,বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ। পরে বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করা শুরু করে।
গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই তিনদিনে ২ লাখ ৪৪ হাজার ৩৯০ টাকা উত্তোলন করা হয়। পরে গননা শেষে উত্তোলনকৃত টাকাগুলো সকলের মতামতের ভিত্তিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ডাচ্ বাংলা ব্যাংক একাউন্টে পাঠানোর সিদ্ধান্ত হয়।
এ ছাড়াও বাংলাদেশের যেকোনো দুের্যাগে দুর্গাপুর ছাত্র সমাজ পাশে থাকবে বলে জানায় তাঁরা ।